শনিবার, ০৪ জুলাই, ২০২০||১৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ০৫:০৬ পূর্বাহ্ন [email protected]
আপডেট : ০১ এপ্রিল, ২০২০ , সময়ঃ ১১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার্র:: কক্সবাজার হতে চুরি যাওয়া বাইক উদ্ধার হলো চকরিয়ার মালুমঘাট এলাকায়। জনতা একজন চোর কে আটক করতে সক্ষম হয়েছে।
পালিয়ে গেছে চোর সিন্ডিকেটের আরো একজন সদস্য বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। আটককৃত চোর প্রাথমিক স্বীকারোক্তিতে তার বাড়ি কক্সবাজার শহরের বাহারছড়া ও তার নাম রাশেল বলে স্বীকার করেছে। এবং ঘটনাস্থল হতে পালিয়ে গেছে আরো একজন। তার নাম আবুল বশর। তার বাড়ি উখিয়া স্টেশনের পাশে বলে স্বীকার করেছে সে।
স্থানীয় সূত্রমতে, আজ বুধবার ভোরে চকরিয়ার
মালুম ঘাট ছগির শাহ কাটা স্থানীয় ১ নং ওয়ার্ডের মানুষের সহযোগিতায় এই চোর বাইক সহ আটক হয়। তার সাথে থাকা ইসলামী ব্যাংক উখিয়া কোট বাজার শাখার কর্মকর্তার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। চোরের ভাষ্য মতে সে ১০/১২টি মোটরসাইকেল এ পর্যন্ত বিভিন্ন কৌশলে চুরি করেছে বলে স্বীকার করেছে। বাইকটি চুরি করতে তাকে সার্বিক সহযোগিতা করেছে আবু্ল বশর।
এই ব্যাপারে জানতে ইসলামী ব্যাংক কর্মকর্তা আবু মোহাম্মদ মুঠোফোনে জানান, তিনি খবর পেয়ে মালুমঘাটা এলাকায় উদ্ধারকারী হতে মোটর সাইকেলটি অক্ষত বুঝে পেয়ে চলে আসেন। চোরের শেষ পরিণতির ব্যাপারে তিনি কিছুই জানেনা বলে জানান তিনি।
কক্সবাজার24 ডটকম (সিবি২৪) এ প্রকাশিত কোন সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
শিরোনাম