রবিবার, ০৫ জুলাই, ২০২০||২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ০৫:৫১ পূর্বাহ্ন [email protected]
আপডেট : ০৯ জুন, ২০২০ , সময়ঃ ০৮:৫১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ান গোলকিপার মিচেল ল্যাংগেরাক। অবশ্য এই ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন জাপানে ‘জে’ লিগ খেলতে গিয়েই। পজিটিভ হওয়ার খবরটি জানিয়েছে, তারই ক্লাব নাগোইয়া গ্রাম্পুস।
‘জে’ লিগে ল্যাংগেরাককে নিয়ে করোনায় আক্রান্ত পাওয়া গেলো দুইজন। গত সপ্তাহে এই লিগের আরেক স্ট্রাইকার মু কানাজাকি করোনা টেস্টে পিজিটিভ হয়েছেন। এর পরেই যারা কানাজাকির সংস্পর্শে এসেছেন, তাদের করোনা টেস্ট করায় তার ক্লাব। খেলোয়াড় ও স্টাফদের শনিবার স্ক্রিনিং করানো হয়। ২৬ জনের মধ্যে ল্যাংগেরাকই পজিটিভ হন। অবশ্য তার মাঝে কোনও উপসর্গই দেখা যায়নি।
এর মাঝেই জাপানে পেশাদার ফুটবল ফিরবে জুলাইয়ের শুরুতে। অবশ্য দর্শক থাকবে না কোনও। করোনার কারণে জাপানে ফুটবল বন্ধ রয়েছে চার মাস।
৩১ বছর বয়সী ল্যাংগেরাক অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ৮টি ম্যাচই খেলেছেন ২০১৭ সালে। কিন্তু প্রথম পছন্দের গোলকিপার ম্যাট রায়ান থাকায় তার বিকল্প হয়েই থাকতে হয় ল্যাংগেরাককে। সর্বশেষ তিনি খেলেছেন ২০১৮ সালে, তাও বদলি হয়েই। প্রীতি সেই ম্যাচে ওমানকে ৫-০ গোলে হারায় অস্ট্রেলিয়া।
কক্সবাজার24 ডটকম (সিবি২৪) এ প্রকাশিত কোন সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
শিরোনাম