রবিবার, ০৫ জুলাই, ২০২০||২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ০৫:৫০ পূর্বাহ্ন [email protected]
আপডেট : ২৯ জুন, ২০২০ , সময়ঃ ০৬:৪২ অপরাহ্ন
বার্তা পরিবেশক:
মানুষের চলাচলে কষ্ট আর দুর্ভোগের কথা চিন্তা করে রামু চৌমুহনী ষ্টেশনের রাস্তার দুই পাশের ড্রেনের ময়লা আর্বজনা পরিস্কারের ব্যবস্তা করলেন, কক্সবাজার – ৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
সাংসদের একান্ত সচিব আবু বকর বলেন চৌমুহনী ষ্টেশন কে সব সময় পরিস্কার পরিচন্ন্য রাখতে মাননীয় এমপি মহোদয় একটি সুন্দর পরিকল্পনা গ্রহন করেছেন। যাতে সব সময় রম্য ভুমি রামুর প্রাণ কেন্দ্র চৌমুহনী ষ্টেশন পরিচ্ছন্ন থাকে। কারণ বর্তমান মহামারি সংক্রমনের সময়ে চৌমুহনী ষ্টেশনের ময়লা আবর্জনা রামুবাসিকে অতিষ্ঠ করে তুলেছে। রামুবাসির দুঃখ-কষ্টের সময় পাশে থাকা একমাত্র ব্যক্তি সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি রামুবাসিকে ডেঙ্গু ও মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগের মধ্যে রামু চৌমুহনী পরিস্কার পরিচ্ছন্ন রাখা তার মধ্যে একটি অন্যতম উদ্যোগ।
জানা যায় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন রামু চৌমুহনী বনিক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, সমিতির সকল সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলেন মাননীয় এমপি সাইমুম সরওয়ার কমল মহোদয়ের এই মহতী উদ্যোগ রামু বাসিকে ডেঙ্গু থেকে রক্ষা করবে এবং পথচারীদের কষ্ট দুর করবে বলে আমরা মনি করছি।
রামুর সচেতন মহলের অনেকেই বলেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল করোনা রোগীদের সেবায় নিজেকে উৎসর্গ করার কথা ঘোষনা দিয়ে ছিলেন। যেমন কথা তেমন কাজ। কর্মহীন-অসহায় মানুষের পাশে ত্রাণ বা উপহার প্রদানে তিনি উল্লেখযোগ্য ভুমিকা পালন করে যাচ্ছেন। তেমনি ভাবে রামুবাসিকে ডেঙ্গু থেকে রক্ষা করতে রামুর চৌমুহনী পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ রামুবাসিকে স্বস্তির নিঃশ্বাস নিতে সুযোগ করে দিয়েছে।
কক্সবাজার24 ডটকম (সিবি২৪) এ প্রকাশিত কোন সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
শিরোনাম