রবিবার, ০৫ জুলাই, ২০২০||২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ০৫:৫২ পূর্বাহ্ন [email protected]
আপডেট : ০২ জুলাই, ২০২০ , সময়ঃ ১০:০৫ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক:
কক্সবাজার সদরের ভারুয়াখালী ৭নং ওয়ার্ডের পূর্ব ঘোনাপাড়া এলাকায় বখাটে কর্তৃক আপন চাচীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার বিকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এসময় ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন ভিকটিম। অভিযুক্ত বখাটে উল্লেখিত এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে বেলাল উদ্দিন (২৭) বলে জানাগেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈদগাঁওতে কর্মরত কয়েকজন সংবাদকর্মী। ঘটনার সত্যতা শিকার করেছেন স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম। ঘটনার বিবরণে জানাযায়, অভিযোগ উঠা বেলাল উদ্দিনের সাথে তার চাচা আবুল কাশেমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তার চাচার পরিবারকে ক্ষতি করার জন্যে উৎপেতে থাকতো এ বখাটে। বুধবার (১ জুন) বিকালে আছরের নামাজের সময় তার চাচার অনুপস্থিতি টের পেয়ে বাড়িতে ঢুকে পড়ে। তখন তার চাচী তসলিমা জাহান নামাজরত অবস্থায় ছিলেন। পরে চাচীকে একা পেয়ে টানাহেঁচড়া করে ধর্ষণের চেষ্টা করে। তখন ভিকটিম শোর-চিৎকার করলে পাশের বাড়ির এক মহিলা এগিয়ে আসতে দেখে শরিরে পরিধানকৃত জামা ছিড়ে ফেলে, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়, আসবাবপত্র ভাঙচুর করে এবং বেধড়ক মারধর করে পালিয়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভিকটিমের স্বামী আবুল কাশেম।
এদিকে অভিযুক্ত বেলাল উদ্দিনের সাথে মুঠোফোন কয়েকবার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কক্সবাজার24 ডটকম (সিবি২৪) এ প্রকাশিত কোন সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
শিরোনাম