রবিবার, ০৫ জুলাই, ২০২০||২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ০৫:৪৯ পূর্বাহ্ন [email protected]
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৯ , সময়ঃ ১১:৩১ অপরাহ্ন
সিবি২৪:: কক্সবাজার সদরের লিংকরোড রেজা ইলেকট্রিকের মালিক রেজা কে প্রাননাশের হুমকি।
রেজা সদর উপজেলার অন্তর্গত পিএমখালী ইউনিয়নের তোতকখালী গ্রামের সন্তান।
সে দীর্ঘদিন তোতকখালী ছ ভাইয়ের পাড়া মসজিদ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন। এবং ব্যবসার পাশাপাশি সামাজিক মূলক বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত আছেন বলে সবাই অবগত। সম্প্রীতি তার পারিবারিক কিছু বিষয়ে সুষ্টু বন্টনের দাবি জানান ও জোর দখলবাজদের প্রতিরোধের চেষ্টা করেন। তারি ধারাবাহিকতায় রেজা কে স্থানীয় কিছু সন্ত্রাসী মোবাইল ফোনে প্রতিদিন হুমকি ধমকি দিয়ে আসছেন।
তিনি সিবি২৪ কে জানান, তিনি অনিরাপত্তায় ভুগছেন দীর্ঘদিন। শিঘ্রী আইনি ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।
কক্সবাজার24 ডটকম (সিবি২৪) এ প্রকাশিত কোন সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
শিরোনাম